রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ক্যাম্পাস ছাড়তে হয়েছে পুলিশকে।
মঙ্গলবার রাত ৯টার দিকে ট্রাকচাপায় এক শিক্ষার্থী নিহত হওয়ার পর ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তারা দুর্ঘটনাস্থল ও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এসময় অন্তত পাঁচটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ১১টার দিকে রাজশাহী মহানগর পুলিশের একদল সদস্য ক্যাম্পাসে প্রবেশ করেন। কিন্তু তারা এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন।