দেশের শিল্প-কারখানার কর্মপরিবেশ ও অবকাঠামো মূল্যায়নে কাজ করছেন বিশেষজ্ঞরা। গঠন করা হয়েছে ১০৮টি দল। সরকার গঠিত এসব দলের সদস্য সংখ্যা এক হাজারের বেশি। ফেব্রুয়ারি মাসের মধ্যে পাঁচ হাজার কারখানা পরিদর্শনের লক্ষ্য তাদের। এরই মধ্যে ১ হাজার ৬০০ কারখানা পরিদর্শন শেষ হয়েছে। এতে ধরা পড়েছে বেশকিছু অসঙ্গতি। তালিকায় রয়েছে অনেক বড় শিল্পপ্রতিষ্ঠানও।
গত বছরের ১১ ডিসেম্বর শুরু হওয়া এই কর্মযজ্ঞ শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে। পরিদর্শন শেষে প্রাপ্ত ফলাফল পর্যালোচনা করে চলতি মাসেই করণীয় ঠিক করতে সুপারিশমালা প্রণয়ন করবেন দায়িত্বপ্রাপ্তরা।