অ্যাম্বুল্যান্স চালককে মারধর, ছটফট করতে করতে মারা গেল শিশুটি

কালের কণ্ঠ প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১২

৯ বছরের শিশু আফসানা। বাড়ি গাইবান্ধা সদর থানার মধ্য ধানঘড়ার সাপলা মিল এলাকায়। চার মাস ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছিল শিশুটি। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।


সেখান থেকে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে আনা হয়। গতকাল মঙ্গলবার আফসানাকে অ্যাম্বুল্যান্সে বাড়ি ফিরিয়ে নেওয়া হচ্ছিল। কিন্তু টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর বাসস্ট্যান্ডে সাইড দেওয়া না-দেওয়া নিয়ে দ্বন্দ্বে জড়ায় অ্যাম্বুল্যান্স ও মাইক্রোবাসের চালক। বাইপাইলে এসে অ্যাম্বুল্যান্সের গতিরোধ করে মাইক্রোবাসটির চালক অ্যাম্বুল্যান্স চালককে মারধর করে। ছিনিয়ে নেয় অ্যাম্বুল্যান্সের চাবি। এই হুড়োহুড়ির মধ্যেই ছটফট করতে করতে মারা যায় শিশুটি।


পুলিশ জানায়, অভিযুক্ত মাইক্রোবাস চালকের নাম নজরুল ইসলাম। তিনি আশুলিয়ার বাইপাইলে আব্দুল মজিদের মালিকানাধীন রেন্ট-এ কারের মাইক্রোটির চালক। তাঁর সঙ্গে মারামারিতে যোগ দেওয়া অন্যদের নামও জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us