বিদেশে পড়তে যাওয়া মেয়ের ছবি ফেসবুকে, মৌলভীবাজারে ‘একঘরে’ পরিবার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৮

উচ্চশিক্ষা লাভের জন্য যুক্তরাষ্ট্র গেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ঝর্ণা চৌধুরী। তার বিদেশে গিয়ে লেখাপড়ার বিষয়টি ভালোভাবে নেয়নি এলাকাবাসী। এজন্য বিভিন্ন অপবাদ দিয়ে ঝর্ণার পরিবারকে ‘সমাজচ্যুত’ করা হয়েছে।


গ্রাম্য পঞ্চায়েতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ঝর্ণার বাবা হাজি আব্দুল হাই চৌধুরী। লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, আব্দুল হাই চৌধুরীর (৭০) দুই ছেলে ও তিন মেয়ে। এদের মধ্যে ঝর্ণা চৌধুরী দ্বিতীয় সন্তান। ২০০৮ সাল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজিটিভ বাংলাদেশে’র সদস্য এবং ২০১৩ সাল থেকে এর প্রধান সমন্বয়ক ও নারী অধিকার নিয়ে কাজ শুরু করেন ঝর্ণা। এলাকার কিছু মানুষ বিষয়টি নেতিবাচকভাবে দেখছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us