মিয়ানমারের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ একাধিক ঊধ্র্বতন কর্মকর্তা ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের একবছর পূর্তিতে এ নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে তিন দেশ।
যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ সোমবার মোট ৭ ব্যক্তিবর্গ এবং দুটো প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করার কথা জানিয়েছে। এর মধ্যে আছে, মিয়ানমার জান্তা সরকারের অ্যাটর্নি জেনারেল থিদা ও', সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান।
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নির্বাচিত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারকাজের সঙ্গে এই ব্যক্তিরা জড়িত বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার কালোতালিকাভুক্ত ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে থাকা কোনও সম্পদ জব্দ হবে এবং আমেরিকানদের সঙ্গে তাদের কোনওরকম লেনদেনও নিষিদ্ধ থাকবে।