জানুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৫

বছরের প্রথম মাস জানুয়ারিতে রেমিট্যান্স আহরণ বেড়েছে। এই মাসে ১৭০ কোটি ৪৪ লাখ ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। যা আগের মাস ডিসেম্বরের চেয়ে ৭ কোটি ৩৮ লাখ ডলার বেশি। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখান থেকে এ তথ্য জানা গেছে।


তবে সার্বিকভাবে গত অর্থবছরের তুলনায় চলতি বছর এখন পর্যন্ত রেমিট্যান্স আহরণ কম। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের সাত মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৯৪ কোটি ৪০ লাখ ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১ লাখ ২ হাজার ৭১৮ কোটি টাকার বেশি; (প্রতি ডলার ৮৬ টাকা ধরে)। রেমিট্যান্সের এ অংক আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২৯৬ কোটি ডলার বা প্রায় ২০ শতাংশ কম। এর আগের অর্থবছরের একই সময় এসেছিল ১ হাজার ৪৯০ কোটি ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us