যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগে বিএনপির ব্যয় নিয়ে নির্বাচন কমিশনেও (ইসি) আলোচনা করা হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দেওয়া এ–সংক্রান্ত একটি চিঠি আগামী বৃহস্পতিবার কমিশনের বৈঠকে উপস্থাপন করা হবে বলে ইসি সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা তিনটায় নির্বাচন কমিশনের সভা আহ্বান করা হয়েছে। ওই সভার চারটি নির্ধারিত আলোচ্যসূচির একটি বিএনপির লবিস্ট নিয়োগসংক্রান্ত। ইসি সচিবালয় বৈঠক নিয়ে অভ্যন্তরীণ যে নোটিশ দিয়েছে, তাতে বলা হয়েছে, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক বিদেশে লবিস্ট নিয়োগসংক্রান্ত ব্যয় বিবরণী নির্বাচন কমিশনে দাখিলকৃত অডিট রিপোর্টে উল্লেখ না করে থাকলে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়াসংক্রান্ত পত্রের বিষয় কমিশনে উপস্থাপন।’