মেক্সিকোতে এক মাসেরও কম সময়ে চার সাংবাদিককে হত্যা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৮

এক মাসেরও কম সময়ের মধ্যে মেক্সিকোতে চার সাংবাদিককে হত্যা করা হয়েছে। সবশেষ হত্যার শিকার সাংবাদিক রবার্তো টলেডো মেক্সিকোর মিয়াচেন রাজ্যের একটি সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কয়েক সপ্তাহ ধরে চলা হত্যাকাণ্ড এরই মধ্যে দেশটিতে বিক্ষোভের জন্ম দিয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় কাজ করে এমন সংগঠনগুলো সরকারকে সাংবাদিকদের সুরক্ষার জন্য আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। টলেডোসহ সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিহতদের মধ্যে দুইজন সাংবাদিকদের জন্য ফেডারেল সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত ছিলেন।


অন্যজন যোগদান করতে চেয়েছিলেন বলে জানায় অধিকার গোষ্ঠী। মনিটর মিচোয়াকানের পরিচালক আরমান্দো লিনারেস সোমবার টলেডোর হত্যার পরে বলেন, দুর্নীতিগ্রস্ত প্রশাসন, কর্মকর্তা ও রাজনীতিবিদদের সম্পর্কে তথ্য উন্মোচন করার জন্য তাকে জীবন দিতে হয়েছে। মিচোয়াকান অ্যাটর্নি জেনারেলের অফিস এক বিবৃতিতে জানায়, টলেডো তার ক্ষত থেকে মারা গেছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us