যৌনতা এক প্রাকৃতিক প্রবৃত্তি হলেও সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে যুগ যুগ ধরে অনেক কৌতূহল। এখন সেই সব প্রশ্নের উত্তর পাওয়ার সব চেয়ে বড় মাধ্যম গুগল। সম্প্রতি একটি সমীক্ষায় জানা গিয়েছে, যৌনতা নিয়ে ১০টি বিষয়ে মানুষের কৌতূহল সবচেয়ে বেশি।
কন্ডোম নিয়ে অপার কৌতূহল মানুষের। অনেকেই গুগলের কাছে জানতে চান, ন্যূনতম কত বয়স হলে দোকানে গিয়ে জন্মনিরোধক কেনা যায়?
দেখা গিয়েছে, মেয়েদের যৌনতা নিয়ে কৌতূহল ছেলেদের বেশি। আবার তাদের অধিকাংশই জানতে চান, মেয়েদের যৌন ইচ্ছা বাড়ানোর সহজ উপায় কী?
মেয়েদের সঠিক যৌনসুখ (অর্গাজম) হয়েছে কি না, তা বোঝার উপায়ও জানতে চান অনেকে। একই সঙ্গে প্রশ্ন থাকে কী ভাবে সেই চরম সুখ দেওয়া যায়।
যৌনরোগ নিয়েও নানা কৌতূহল দেখা যায়। এর বেশিরভাগই বিভিন্ন ভয় থেকে তৈরি প্রশ্ন। অনেকেই যৌনরোগ নিয়ে বিস্তারিত জানতে নিয়মিত গুগলে খোঁজ করেন।
পুরুষদের শুধু নয়, মহিলাদের কাছেও পুরুষাঙ্গ নিয়ে কৌতূহল দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই জানতে চাওয়া হয়, পুরুষাঙ্গের দৈর্ঘ্য কী ভাবে বাড়ানো সম্ভব।