দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে গত তিন দিনের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও কমেনি শীতের প্রকোপ। টানা পাঁচ দিন ধরে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। আর আজ মঙ্গলবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা গত তিন দিনের রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রার চেয়ে সামান্য বেশি।
গতকাল সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় চলতি শীত মৌসুমে সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গত রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং গত শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ ডিগ্রি সেলসিয়াস।