করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শাবানা আজমি। সোমবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ারের মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন বলিউডের বর্ষীয়ান এই অভিনেত্রী।
তিনি লিখেছেন, ‘আজ আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, এই মুহূর্তে আমি বাড়িতেই আইসোলেশনে রয়েছি। যারা আমার সংস্পর্শে গত কয়েকদিনে এসেছেন দয়া করে পরীক্ষা করিয়ে নিন।’
শাবানার করা এই পোস্টে ভক্তরা তার আরোগ্য কামনা করে মন্তব্য করেন। কিন্তু একেবারে ভিন্ন একটি মন্তব্য করে বসেন নির্মাতা ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর স্বামী বনি কাপুর।