করোনার টিকাকরণ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত ঘিরে উত্তাল কানাডা। বিধিনিষেধ তুলে নেওয়ার দাবিতে রাস্তায় নেমে আন্দোলনরত হাজার হাজার মানুষ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তাঁর পরিবারের সদস্যদের কোনও ‘গোপন’ আস্তানায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। রিপাব্লিক ওয়ার্ল্ড-এর প্রতিবেদন থেকে পাওয়া যায়।
এ সময়ে ট্রুডোর বিরুদ্ধে টুইটারে তোপ দাগলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ। তিনি বলেন, ‘কর্মফল’ ভোগ করছেন কানাডার প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ট্রুডোকে কটাক্ষ করে টুইটারে প্রসাদ লেখেন, 'কার্মা ক্যাফেতে স্বাগতম। এখানে কোনও মেনু নেই। আপনি যতই ক্ষমতাবান হন না কেন, যেমন কাজ করেছেন তেমনই ফল পাবেন।'