ওটিটিতে সাড়া ফেলেছে ‘টান’

দেশ রূপান্তর প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৭

২০২২-এর প্রথম দেশি ওয়েব ফিল্ম ‘টান’। ছবিটির ফার্স্ট লুক, টিজার ও ট্রেইলার দেখেই দর্শক মুগ্ধতার কথা জানান। কিন্তু সম্প্রতি ওটিটিতে মুক্তির পর যে সাড়া পাচ্ছেন তা নাকি ছবি সংশ্লিষ্ট কেউ আশাই করেননি! ছবির কারিগর নির্মাতা রায়হান রাফি বললেন, ‘ভয়ংকর সাড়া পাচ্ছি দর্শকের। প্ল্যাটফর্ম চরকি থেকে জানতে পারলাম, প্রচুর মানুষ ছবিটি দেখছে। আমাদের দেশের ছবি নিয়ে এ ধরনের উন্মাদনা ভীষণ আনন্দ দেয়। দর্শকের জন্যই তো কাজ করতে এসেছি।’


ছবির নায়িকা বুবলী নাকি অনবরত এসএমএস আর কলের জন্য একপর্যায়ে ফোন বন্ধ করে দিতে বাধ্য হন। হবেনই বা না কেন? যে নায়িকাকে দর্শক এতদিন শুধু গ্ল্যামার গার্ল হিসেবেই আবিষ্কার করেছেন, তিনি এবার হিজাব পরে নো মেকাপ লুকে হাজির! আর চিত্রনায়ক সিয়াম? তিনি তো প্রতিটি ছবিতেই ভিন্নতা আনার চেষ্টা করেন। কখনো চেষ্টার ফল মোটামুটি হয়, কখনো আবার অন্যরকম কিছু হয়। ‘মৃধা বনাম মৃধা’য় শহরের অভিজাত পরিবারের আধুনিক ছেলের চরিত্রের খোলশ ভাঙতে না ভাঙতেই তিনি হাজির নেশাগ্রস্ত এক ছেলের চরিত্রে। সিয়াম বলেন, ‘অন্য পেশায় যাওয়ার সুযোগ থাকলেও অভিনেতা হয়েছি। এক জীবনে এত জীবনযাপনের সুযোগ আর কোথায় আছে?’ তিনি আরও বলেন, ‘শুধু দর্শকই যে একজন অভিনেতাকে ভিন্ন ভিন্নরূপে দেখতে পছন্দ করে না নয়। অভিনেতা হিসেবে নিজেরও এক ধরনের মোটিভেশনের দরকার হয়। তাই আমি চ্যালেঞ্জিং চরিত্র পেলেই লুফে নিই। চেষ্টা করি চরিত্রকে ফুটিয়ে তুলতে। এখানেও তার ব্যতিক্রম হয়নি। আমাদের সবার চেষ্টা সার্থক হয়েছে। দর্শক দারুণভাবে আমাদের নতুন প্রয়াস গ্রহণ করেছেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us