নায়িকারাও মানুষ। তাঁরা ভিনগ্রহের কেউ নন। হাসি–আনন্দের বাইরে তাঁদেরও আছে দুঃখ–কষ্ট। নতুন চলচ্চিত্রে চিত্রনায়িকা ববির চরিত্রের মধ্য দিয়ে এ বিষয়ই পর্দায় তুলে ধরা হবে। কাল মঙ্গলবার থেকে ‘ময়ূরাক্ষী’ নামের এই চলচ্চিত্রের শুটিং শুরু হচ্ছে। বিএফডিসিতে সকাল থেকে এই চলচ্চিত্রের দৃশ্যধারণের কাজ শুরু হবে। প্রথম আলোকে এমনটাই নিশ্চিত করেছেন চিত্রনায়িকা ববি।
‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রের মাধ্যমে দুই বছর পর নতুন কোনো চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন ববি। তিনি বললেন, ‘এই চলচ্চিত্রে আমাকে একজন জনপ্রিয় নায়িকা চরিত্রে দেখা যাবে। তাঁর পর্দার জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনটা কেমন, সেটাই এখানে তুলে ধরা হবে। নানান দুঃখ–কষ্টের মধ্যেও নায়িকাকে হাসতে হয়, সেটাই থাকবে এই চলচ্চিত্রে।’
ববি বলেন, ‘আমার অভিনয়জীবনের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র এটি। এই সিনেমার চরিত্র সবারই চেনা, তাই আমাকে প্রস্তুতিও নিতে হচ্ছে সেভাবেই। একজন নায়িকার জীবন যতই ঝলমলে হোক, তার পেছনে থাকে অনেক চড়াই-উতরাই। সেই সংকটগুলো পর্দায় বাস্তবসম্মতভাবে তুলে ধরা সত্যি চ্যালেঞ্জিং। তবে আমাদের সবার সেই চেষ্টায় কোনো ত্রুটি থাকবে না। সিনেমার গল্পে নিজেকে নতুন লুকেও হাজির করতে যাচ্ছি।’