ইউরোপে মানবপাচারের সবচেয়ে বড় রুট এখন ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ লিবিয়া। যুদ্ধবিধ্বস্ত এ দেশটি ইউরোপে মানবপাচারকারীদের স্বর্গরাজ্য হিসাবেই ব্যবহৃত হয়ে আসছে। অন্যদিকে এ রুটটিই মানবপাচারকারীদের মৃত্যুফাঁদ হিসাবে সারা বিশ্বে ব্যাপক পরিচিত হয়ে উঠেছে।
কিছুদিন পরপরই এ রুটে নৌকাডুবে মৃত্যুর খবর দেশ-বিদেশের গণমাধ্যমে সংবাদ শিরোনাম হয়। কিন্তু তারপরও থামছে না এ বিপজ্জনক মৃত্যুর মিছিল ও মানবপাচারের জঘন্য খেলা। অনেকেই মরিয়া হয়ে ইউরোপ যাওয়ার সোনালি স্বপ্ন দেখছে আর এ সুযোগটিই কাজে লাগাচ্ছে একদল সুযোগসন্ধানী মানবপাচারকারী। ২৫ জানুয়ারি লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগরে ঠান্ডায় জমে সাতজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।