ইউক্রেন সংকট: আয়ারল্যান্ড উপকূলে মহড়া চালাবে না রাশিয়া

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২২, ১৯:৫৭

যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আয়ারল্যান্ড উপকূলে নৌ মহড়া চালানোর ঘোষণা দিয়েছিল রাশিয়া। তবে সে মহড়া অন্যত্র সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে মস্কো। এর আগে ওই মহড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ডাবলিন। রোববার (৩০ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফেব্রুয়ারির ৩-৮ তারিখ আয়ারল্যান্ড থেকে ২৪০ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় মহড়াগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।


তবে জায়গাটি আয়ারল্যান্ডের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে পড়েছে। আয়ারল্যান্ডে অবস্থিত রাশিয়ার দূতাবাস জানায়, আইরিশ অর্থনৈতিক অঞ্চলের বাইরে এ নৌ মহড়া স্থানান্তরিত করা হবে। মাছ ধরার কার্যক্রম যেনো বাধাগ্রস্ত না হয় সে জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়। আইরিশ পররাষ্ট্রমন্ত্রী সাইমন কভেনি গত সপ্তাহে মহড়ার বিষয়ে আপত্তি জানিয়ে বলেন, ইউক্রেনের সঙ্গে যা ঘটছে তার পরিপ্রেক্ষিতে সামরিক কার্যকলাপ ও উত্তেজনা বাড়ানোর সময় এখন নয়। জানা গেছে, বর্তমানে আইরিশ নৌবাহিনীর মোট সদস্য সংখ্যা হচ্ছে ১০৪৯ জন, সংরক্ষিত সংখ্যা ১১৫ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us