কাকাবাবুর প্রত্যাবর্তন। সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু চরিত্রকে নিয়ে 'মিশর রহস্য' (২০১৩) ও 'ইয়েতি অভিযান' (২০১৭)-এর পর সৃজিত মুখার্জির তৃতীয় ছবি। তবে বাংলা সিনেমা, বিশেষত মহানায়ক উত্তম কুমারের ফিল্মোগ্রাফির ব্যাপারে যাদের ভালো ধারণা রয়েছে, তারা ইতোমধ্যেই নিশ্চয়ই অন্য কিছুর ইঙ্গিতও পেয়ে গেছেন!
কারণ শব্দ নিয়ে খেলতে ভালোবাসা সৃজিত তার নতুন এই ছবির নামকরণেও তার পানিং-প্রতিভার স্বাক্ষর রেখেছেন। 'কাকাবাবুর প্রত্যাবর্তন' নামটা স্পষ্টতই মিলে যায় মহানায়কের জনপ্রিয় ছবি 'খোকাবাবুর প্রত্যাবর্তন' (১৯৬১)-এর সঙ্গে। রবীন্দ্রনাথ ঠাকুরের একই নামের ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছিল সেই ছবিটি।