লুঙ্গির বদনামে কী এসে যায়!

প্রথম আলো ফারুক ওয়াসিফ প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২২, ১৯:০৪

লুঙ্গি জিনিসটার আরাম যত, বদনামও তত। আছে বেদনারও ইতিহাস। শেরেবাংলা ফজলুল হক একবার কৃষক সভা করছেন। বরিশালের ভাষায় কৃষকের দুঃখের বর্ণনা দিচ্ছেন। একেকটা উদাহরণ দিচ্ছেন, আর সমবেত জনতা ডুকরে উঠছে।


কয়েকজন বৃদ্ধ কৃষক সামনে দাঁড়িয়ে কাঁদছিলেন আর একটু পরপর চোখের পানি মুছতে লুঙ্গির খোঁটা ওপরে তুলছিলেন। এতে তাঁদের মধ্যপ্রদেশ উন্মুক্ত হয়ে পড়ছিল। তাই দেখে শেরেবাংলা বক্তৃতা ভুলে মাইকে চিৎকার করে বললেন, ‘মিয়ারা বইয়া কান্দেন, বইয়া কান্দেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us