কেপা আরিসাবালাগার চেলসি অধ্যায়ে যতিচিহ্ন দেখছিলেন অনেকে। যাঁর জন্য গোলকিপারদের দলবদলের রেকর্ড ভেঙেছিল চেলসি, সেই গোলকিপার নানা কারণে ক্লাবের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছিলেন। ওদিকে এদুয়ার্দ মেন্দি গোলবারে নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন। গত মৌসুমে চেলসির চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রেনে থেকে যাওয়া সেনেগালিজ গোলকিপারের। মেন্দির উত্থানই কেপার চেলসি থেকে বিদায় নেওয়ার গুঞ্জন দিন দিন ভারী করে তুলছিল।
আফ্রিকান নেশনস কাপ খেলার জন্য এখন সেনেগাল দলের সঙ্গে আছেন মেন্দি। আফকনের আগেই কেপাকে একাদশে ফিরিয়েছিলেন কোচ টমাস টুখেল। দারুণ পারফরম্যান্স দেখিয়ে কেপাও নিজের ক্যারিয়ার পুনর্জীবিত করার আশা বাড়িয়েছেন। সুসময় ব্যক্তিগত জীবনেও যাচ্ছে স্প্যানিশ গোলকিপারের। ২০২০ সালের মিস ইউনিভার্স স্পেনের সঙ্গে সম্পর্কে জড়ানোর কথা প্রকাশ্যে জানিয়েছেন কেপা।