কোভিড-১৯ টিকা বিরোধী আন্দোলনে তপ্ত কানাডা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পরিবারসহ আত্মগোপন করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রোববার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি মেইল ও ভারতীয় বার্তাসংস্থা এএনআই।
এছাড়া কানাডার প্রধানমন্ত্রীর দফতর থেকে ট্রুডোর অবস্থান জানাতে অস্বীকৃতি জানানো হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
করোনার মহামারী ঠেকাতে ট্রুডো সরকার সে দেশে টিকা বাধ্যতামূলক করেছে। আর সরকারের এই সিদ্ধান্তেই ক্ষেপেছে কানাডাবাসী। তাদের দাবি, সরকার কাউকে টিকা নেওয়ার জন্য বাধ্য করতে পারেন না।