যুক্তরাষ্ট্রে পূর্ব উপকূলের কিছু অংশে ভারি তুষারপাতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাটে তুষারপাতের কারণে গাড়ি চলাচলে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এছাড়া হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। খবর বিবিসির।
ইতোমধ্যেই পাঁচটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ম্যাসাচুসেটসের কিছু এলাকায় আড়াই ফুট উচ্চতার বরফের স্তর দেখা গেছে।