জান্নাতে যাওয়ার জন্য ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়া জরুরি। হাদিস শরিফে জান্নাতে যাওয়ার বিশেষ কিছু আমলের কথা বর্ণিত হয়েছে। নিম্নে এমন কয়েকটি আমল উল্লেখ করা হলো—
এক. মুখ ও গোপনাঙ্গের হেফাজত : রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি উভয় ঠোঁটের মধ্যভাগ (জিহ্বা) ও দুই রানের মধ্যভাগ (লজ্জাস্থান) হেফাজতের দায়িত্ব গ্রহণ করে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করি। (বুখারি, হাদিস : ৬৪৭৪)
দুই. মা-বাবার সেবা : রাসুল (সা.) ইরশাদ করেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক।