কিনতে সাড়ে ১৯ কোটি টাকা, রক্ষণাবেক্ষণে ২৪ কোটি টাকা

প্রথম আলো প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২২, ১১:০৬

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) একটি সফটওয়্যার কিনেছিল সাড়ে ১৯ কোটি টাকায়। তিন বছরের ওয়ারেন্টির মেয়াদ শেষ হয় সাত মাস আগে। আগামী তিন বছরের জন্য সফটওয়্যারটি রক্ষণাবেক্ষণের কাজে খরচ ধরা হয়েছে প্রায় ২৪ কোটি টাকা।


বেবিচকের কর্মকর্তাদের দাবি, কাজের পরিধি বেড়েছে বলে ব্যয়ও বেড়েছে।


প্রতি তিন বছর পরপর এমন খরচ হবে কি না, এ প্রশ্নের জবাবে বেবিচকের সেন্ট্রাল প্রকিউরমেন্ট, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড স্টোর ইউনিটের (সেমসু) নির্বাহী পরিচালক মো. মহসিন প্রথম আলোকে বলেন, সফটওয়্যারটি প্রায় চার বছর আগের। এটি আরও তিন বছর চলবে। এ সাত বছরে নেটওয়ার্কিং লাইসেন্সের নবায়নের বিষয়গুলো যুক্ত আছে। বেবিচকের নতুন নিয়োগটা হয়ে গেলে অনেক প্রকৌশলী যোগ দেবেন। তখন নিজের লোকবল দিয়েই সফটওয়্যারটি রক্ষণাবেক্ষণ করা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us