শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া সময়ের দাবি: আর ছুটি নয়

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২২, ১০:২৩

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে সরকার ২৩ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ ঘোষণা করেছে। সরকারি ঘোষণায় বলা হয়েছিল, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়। বর্তমানে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীর পাঠদান বন্ধ আছে, যদিও কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অব্যাহত আছে। অনলাইনে ক্লাস চালু থাকলেও বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেই সুযোগ থেকে বঞ্চিত।


করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে যখন শিক্ষাপ্রতিষ্ঠান দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়, তখন সরকারের পক্ষ থেকে আরও কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল, যার মধ্যে ছিল সামাজিক অনুষ্ঠানাদিতে সীমিতসংখ্যক অতিথি আপ্যায়ন, মেলা, পর্যটনকেন্দ্রসহ জনসমাবেশস্থলগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলা, গণপরিবহন শপিং মল ও রেস্তোরাঁয় সেবাপ্রার্থীদের টিকা সনদ নিশ্চিত করা। দুর্ভাগ্যজনক হলো এসব বিধিনিষেধ ও নির্দেশনা কোনোটাই মানা হচ্ছে না। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট সংস্থা ও বিভাগের যেমন নজরদারির ঘাটতি আছে, তেমনি জনগণের মধ্যে সচেতনতারও অভাব আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us