কৃষকদের সার সরবরাহ করতে চলতি অর্থবছরে বিশাল অংকের ভর্তুকি নিয়ে সরকার দুশ্চিন্তায় আছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।
কৃষিমন্ত্রী জানান, এ বছর সার সরবরাহ করতে ভর্তুকি বাবদ ২৮ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। অন্যান্য বছর এ খাতে সরকারের ৮-৯ হাজার কোটি টাকা প্রয়োজন হতো।
আজ শনিবার সকালে ঢাকায় এফডিসিতে 'নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের যথাযথ পদক্ষেপ নিয়ে' ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, 'এই বিশাল অংকের ভর্তুকি কোথা থেকে আসবে এ বিষয়ে সরকার দুশ্চিন্তায় আছে। এত ভর্তুকি দিলে অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে যাবে।'