খাগড়াছড়ির বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা চেন্দাউ মার্মা। মুক্তিযুদ্ধের পর যিনি সমাজচ্যুত হয়ে পাহাড়ে একাকী জীবন কাটিয়েছেন।
এই বীর নারী চেন্দাউ মার্মার জীবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের নাটক ‘বীর নারী পাহাড়িয়া’। নাটকটি রচনা করেছেন নাসরীন মুস্তাফা। প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। এটি প্রচারিত হবে ২৯ জানুয়ারি শনিবার রাত ৯টায়।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুশৈহ্লা মার্মা, ডয়ইউ মার্মা, পবন দাস, ছিমাপ্রু মার্মা, সাফোচিং মার্মা, উথ্যাইসিং মার্মা, সাথোয়াইচিং, ক্যাসামাং, রফিকুল ইসলাম, মুনমুন খান, চৈতি মল্লিক, মহিউদ্দিন হোসেন, অঞ্জন বাড়ে, মেহেদি হাসান শুভ ও ফরিদা ইয়াসমিন।