বিভিন্ন কারণে আমাদের শরীর কেটে যেতে পারে। মায়ো ক্লিনিক এক প্রতিবেদনে জানিয়েছে, এ সময় কী করতে হবে। চলুন দেখে নেই।
শরীরের কোথাও কেটে যাওয়ার পর প্রাথমিকভাবে করণীয় হলো রক্তপাত বন্ধ করা এবং সংক্রমণ যাতে না হয়, সেদিকে লক্ষ রাখা।
রক্তপাত বন্ধ করার জন্য পরিষ্কার কাপড় বা গজ দিয়ে কাটা স্থানটি চেপে ধরে রাখতে হবে। কাপড় বা গজ না পেলে হাতের তালু কিংবা দুই আঙুল ব্যবহার করে চিমটির মতো ধরে রাখা যেতে পারে। টানা ২০ থেকে ৩০ মিনিট চাপ দিয়ে ধরে রাখলে রক্ত জমাট বেঁধে রক্তপাত বন্ধ হয়ে যাবে।
কাটা স্থানটি একটু উঁচু করে রাখতে হবে, যাতে রক্তপ্রবাহ ধীরে হয়। এ সময় কাটা স্থানে এক টুকরা বরফ ধরে রাখলে অথবা গজ দিয়ে প্যাঁচিয়ে ধরে রাখলে উপকার পাবেন। রক্ত বন্ধ হয়েছে কি না তা বারবার খুলে না দেখাই ভালো।