শাটিকাপ রাজশাহীর স্থানীয় মানুষের মুখে উচ্চারিত একটি আঞ্চলিক শব্দ। এই নামে রাজশাহীর ছেলে মোহাম্মদ তাওকীর ইসলাম একটি ওয়েব সিরিজ বানিয়েছেন; যার ১৩৭ জন কলাকুশলীর সবাই রাজশাহীর স্থানীয়। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাচ্ছে এই সিরিজ। তরুণ এই নির্মাতার সিরিজ নিয়ে দেশে–বিদেশে হইচই পড়ে গেছে। এই সিরিজ নির্মাণের বিভিন্ন দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম।
‘শাটিকাপ’ রাজশাহীর স্থানীয় সীমিত কিছু মানুষের মুখে উচ্চারিত একটি শব্দ। এই নামে ওয়েব সিরিজ বানানোর কথা মাথায় এল কীভাবে।
ভাবনাটা আগে থেকে ছিল না। কাজ করতে গিয়ে এসেছে। শুটিংয়ের সময় নিজেরা কথা বলার সময় শব্দটি এসে যায়। জো চরিত্রে যে অভিনয় করেছে, সে প্রথম এই শব্দটি উচ্চারণ করে। এরপর শব্দটি সবার মনে ধরে যায়। সিদ্ধান্ত হয় এই নামই থাক।
পরিচালকেরা অনেক সময় বাণিজ্যিক চিন্তা মাথায় রেখে বিষয় নির্বাচন করে থাকেন। এ রকম একটি জীবনঘনিষ্ঠ সিরিয়াস বিষয় সামনে এল কীভাবে?
প্রথম থেকেই আমাদের ভাবনা ছিল যে সমাজে যারা জীবন যাপন করেন, সেখানে তারা যেভাবে থাকেন, ঠিক সেভাবে তার ছবিটা তুলে আনার চেষ্টা করব। সেটা খুঁজতে গিয়েই সীমান্তবর্তী এলাকার মানুষের হেরোইন পাচারের মতো সাংঘাতিক বিষয়টি চলে আসে।