সকাল ৭টায় ঘন কুয়াশার আড়ালে আলো ফুটতেই ঝরে গেল চার প্রাণ। বাসা থেকে ওই চার নারী বের হয়েছিলেন কাজে যাবেন বলে। তাঁদের নির্মম মৃত্যুর সাক্ষী হয়ে রইল নীলফামারীর রেললাইন। জেলা সদরের দারোয়ানি রেলস্টেশনের কাছের একটি লেভেলক্রসিং অটোরিকশায় পার হওয়ার সময় গতকাল বুধবার ঘটে দুর্ঘটনা।
এই নীলফামারীতেই গত ৮ ডিসেম্বর অরক্ষিত রেললাইনে খেলায় মেতেছিল তিন শিশু। সেদিন ট্রেনে কাটা পড়ে ওই তিন ভাই-বোনসহ চারজনের মৃত্যু হয়। মাত্র চার দিন আগে সোমবারের কথা। চাঁপাইনবাবগঞ্জের স্টেশনের কাছে আলীনগর হাজির মোড় নামক জায়গায় অরক্ষিত লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নছিমনে থাকা তিনজনের মৃত্যু হয়।