নিলামে উঠল সাবেক ফার্স্ট লেডির টুপি, ক্রেতা জুটল মাত্র ৫ জন। বলতে গেলে টুপি কেনার কোনও ক্রেতাই জোটেনি ট্রাম্প ঘরণীর। বার্তাসংস্থা সিএনএন এর এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
জানা যায়, নিলামে ওঠা টুপিটি মেলানিয়া পড়েছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাতের সময়।
‘অভাগা যেদিকে চায়, সাগর শুকায়ে যায়’এখন ঠিক এই অবস্থা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পরিবারের।