এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অনড় অবস্থান থেকে সরিয়ে আনতে শাবিপ্রবিরই সাবেক শিক্ষক ও লেখক ড. জাফর ইকবাল ও তার স্ত্রী সাবেক শিক্ষক ইয়াসমিন হককে সঙ্গে নিয়ে অনশনকারীদের কাছে ছুটে যান। ড. জাফর ইকবালের অনুরোধে অবশেষে নানা জল্পনা-কল্পনা শেষে অনশন ভাঙলেন ক্লান্ত শ্রান্ত শিক্ষার্থীরা,বস্তুতঃ রক্ষা পেল তাদের প্রাণ। স্বীকার করতেই হবে, শিক্ষার্থীদের অনশন ভঙ্গের মাধ্যমে গোটা জাতি এক অজানা আশংকা ও অনিশ্চয়তা থেকে মুক্তি পেয়েছে।
প্রশ্ন উঠেছে ড. জাফর কী শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানাতে সেখানে গিয়েছিলেন? নাকি সরকারের প্রতিশ্রুতির কোনো বার্তা বয়ে নিয়ে তিনি গিয়েছিলেন? যাদের মনে এমনতর প্রশ্ন জাগছে তাদের কাছে সবিনয়ে জানতে চাইবো ড. জাফর ইকবালের স্থলে আপনি বা আপনারা সেখানে গেলে কি হতো? শিক্ষার্থীরা কি আপনার এ অনুরোধ, উপরোধ মেনে নিত?