সারা দেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শুক্রবার রাতে দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আগামী দুই দিন ধারাবাহিকভাবে বাড়তে পারে শীত। সেই সঙ্গে শৈত্যপ্রবাহের এলাকাও বিস্তৃত হতে পারে।
তবে আগামী সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ প্রথম আলোকে বলেন, আজ রাতের তাপমাত্রা আরও কমতে পারে। কাল শনিবার রাতের তাপমাত্রা আরও কমবে। পরবর্তী ১ থেকে ২ দিন তাপমাত্রা একই রকম থাকবে। তবে সোম বা মঙ্গলবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা আবার বাড়বে।