দেশে ১৯৮২ সালে জাতীয় ওষুধনীতি প্রণয়নের পর ওষুধশিল্পে অগ্রগতির জোর হাওয়া বইতে শুরু করে। এরপর আর পেছনে তাকাতে হয়নি। প্রায় তিন শ ওষুধ কোম্পানি এখন দেশেই প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করছে। শুধু তা-ই নয়, স্থানীয় চাহিদা পূরণের পর বিদেশেও রপ্তানি হচ্ছে এসব ওষুধ। কিন্তু অর্জনের এই পালকে কলঙ্কের দাগও রয়েছে। শুধু ঢাকার বাজারেই যত ওষুধ রয়েছে, তার প্রায় ১০ শতাংশ মানহীন। এর মধ্যে কিছু ওষুধ ভেজালও।
সাম্প্রতিক এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, জাপানের কানাজাওয়া ইউনিভার্সিটি ও জার্মানির এবাহার্ড কার্ল ইউনিভার্সিটির একদল গবেষক গবেষণাটি করেছেন। ৭ জানুয়ারি এই গবেষণা ও ফলাফলের নিবন্ধ বিজ্ঞানবিষয়ক আন্তর্জাতিক সাময়িকী নেচার-এ প্রকাশ হয়েছে। গবেষণাটি মূলত হয়েছে বাংলাদেশের ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ও জাপানের কানাজাওয়া ইউনিভার্সিটির পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।