সত্তরের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্যকে কারাগারে যেতে হয়েছিল আবাসিক হলগুলোয় যে সংখ্যক শিক্ষার্থী ছিলেন, তার চেয়ে বেশি রেশন কার্ড করার দায়ে। আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে ওই উপাচার্য বলেছিলেন, শিক্ষার্থীরা যাতে কম পয়সায় খেতে পারেন, সে জন্য এই ব্যবস্থা করা হয়েছিল।