নেতাশূন্য হেফাজত কি পারবে ঘুরে দাঁড়াতে?

যুগান্তর প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২২, ০৯:৫৩

নানা কারণে অতীতে বিভিন্ন সময় আলোচনায় থাকলেও এখন অনেকটাই আলোচনার বাইরে ধর্মভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। পরপর দু’জন আমির ও মহাসচিবের মৃত্যুর কারণে অনেকটাই খুঁড়িয়ে চলছে সংগঠনটির কার্যক্রম। 


গত ২৬ মার্চ ও এর পরবর্তী সময়ে সহিংস কর্মসূচির পরিপ্রেক্ষিতে সংগঠনটি ব্যাপক চাপে পড়ে। জামিনে বেরিয়ে এলেও হেফাজতের অনেক নেতা এখনও কারাগারে রয়েছেন। 


অতীতে কওমি মাদ্রাসা ভিত্তিক এই সংগঠনটি আল্লামা আহমদ শফীর ইমেজ কাজে লাগিয়ে সরকারের সঙ্গে সুসম্পর্কের সুবাদে নানা ধরনের দাবি আদায় করেছে। কিন্তু সেই পরিস্থিতি এখন অনেকটাই পাল্টে গেছে। 


সংকটের শুরু


হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আল্লামা আহমদ শফীর জীবদ্দশাতেই সংগঠনটির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ পেয়েছিল। সেসময় তৎকালীন মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং শফীপুত্র আনাস মাদানীর মধ্যে হাটহাজারী মাদ্রাসা ও হেফাজত কেন্দ্রীক বিভিন্ন কোন্দলের খবর বাইরে এসেছে অনেকবার। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us