পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলেছেন গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুনুর রশিদ।
আজ বৃহস্পতিবার পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম রস্তম আলির বিরুদ্ধে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ এনেছেন গণিত বিভাগের চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন তিনি।
ড. হারুনুর রশিদ জানান, গণিত বিভাগে ২ জন শিক্ষক নিয়গের জন্য গত ২৭ জানুয়ারি নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়েছিল। নিয়োগ বোর্ডের একজন সদস্য হিসেবে সেদিন নিয়ম অনুযায়ী তিনি সকালে নিয়োগ বোর্ডে প্রবেশ করতে চাইলে তাকে বাধা দেয়া হয়।
এ সময় ভিসির নির্দেশে তাকে কর্মচারীরা লাঞ্ছিত করে বলে অভিযোগ করেন তিনি।