জাতীয় পরিচয়পত্র-এনআইডি তৈরির শুরুতে ভুল থাকার জন্য দক্ষ জনবলের অভাবকে দায়ী করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার সংসদে জাতীয় পার্টির এমপি শামীম হায়দার পাটোয়ারীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় স্বল্পতা এবং প্রয়োজনীয় সংখ্যক দক্ষ জনবলের অভাবে এনআইডি তৈরির প্রাথমিক পর্যায়ে কিছু ভুল রয়ে গেছে এবং এগুলোর অধিকাংশই বানানজনিত ভুল।
২০০৭-২০০৮ সালে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং সশস্ত্র বাহিনী, স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতায় নাগরিকদের বায়োমেট্রিক সংগ্রহ করে জাতীয়ভাবে ভোটার ডেটাবেইস গড়ে তোলা হয়।