তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘আজকে যারা স্টার্টআপ, চতুর্থ শিল্পবিপ্লবে তারাই বাংলাদেশের আইসিটি ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব দেবে। তাই বাংলাদেশের স্টার্টআপদের জন্য সব ধরনের সুবিধা আইসিটি বিভাগ থেকে দেয়া হচ্ছে।’
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারে তিন দিনব্যাপী ‘স্টার্টআপ ক্যাম্প’-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
তিনি বলেন, ‘আমরা চাই এসব স্টার্টআপ থেকেই বড় বড় আইটি প্রতিষ্ঠান গড়ে উঠুক। এ জন্য স্টার্টআপদের প্রয়োজনীয় মেন্টরিং এবং ফান্ডিং নিশ্চিত করতে আমরা কাজ করছি।’ প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি হাইটেক পার্কে স্টার্টআপদের জন্য একটি করে ফ্লোর বরাদ্দ রাখা হয়েছে, যেখানে তারা বিনা ভাড়ায় কার্যক্রম পরিচালনা করছেন। হাইটেক পার্ক কর্তৃপক্ষ তাদের সব ধরনের ইউটিলিটি সুবিধাও দিচ্ছে, শুধু তাদের উঠে আসার জন্য।’