২০০৫ সালের ২৭ জানুয়ারি সন্ধ্যায় হঠাৎ খবর পাই হবিগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় এক সমাবেশে বক্তৃতা শেষে গ্রেনেড হামলায় আহত হয়েছেন সাবেক অর্থমন্ত্রী ও সংসদ সদস্য শাহ এ এম এস কিবরিয়া। খবরটি শুনে তাৎক্ষণিকভাবে বিপন্নবোধ করেছিলাম, সে অবস্থা এখনও কাটেনি।
তিনি তখন সাপ্তাহিক মৃদুভাষণ পত্রিকার সম্পাদক। আমাকে নির্বাহী সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন। গুরুতর আহত কিবরিয়া সাহেবকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার চেয়েও পাওয়া যায়নি। একটি সাধারণ অ্যাম্বুলেন্সে ঢাকায় আনার পর বারডেম হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।