র‌্যাব নিষিদ্ধের চিঠির কোনো তথ্য নেই ইইউ পার্লামেন্টে: রাষ্ট্রদূত

ঢাকা টাইমস প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২, ১৩:০৩

এলিট ফোর্স র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে দেওয়া ইইউ পার্লামেন্টের সদস্য ইভান স্টেফানেকের চিঠির ব্যাপারে পার্লামেন্টে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।


বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।


বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের অভিযোগে র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে চিঠি দিয়েছেন ইভান স্টেফানেক নামে ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য।


স্লোভাকিয়ার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভান স্টেফানেক গত ২০ জানুয়ারি বাংলাদেশ প্রসঙ্গে ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিমালা বিষয়ক জ্যেষ্ঠ প্রতিনিধি এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেপ বোরেলের কাছে লেখা চিঠিতে র‌্যাবকে নিষিদ্ধ করার দাবি জানান।


ওই চিঠিতে ইভান স্টেফানেক বাংলাদেশে ‘নির্বাচনের ফলাফল পরিবর্তন এবং রাজনৈতিক ভিন্নমত দমনসহ ক্ষমতাসীন দল অমানবিক আচরণ করছে’ বলে উল্লেখ করেন। হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এ কথা লেখেন তিনি।


তিন পৃষ্ঠার চিঠিতে ইভান স্টেফানেক বাংলাদেশে ‘এই মুহূর্তে পরিস্থিতি খুবই গুরুতর’ এমন কথাও লেখেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

রাজধানীতে র‌্যাবের অভিযানে ৩৮ কিশোর আটক

বিডি নিউজ ২৪ | ঢাকা মেট্রোপলিটন
৭ মাস, ১ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us