রাজশাহী শহরের দেবিশিংপাড়া এলাকার বাসিন্দা আসলাম হোসেন (২২)। গত ১৮ জানুয়ারি নমুনা পরীক্ষায় তার দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আসলাম করোনামুক্ত হয়েছেন কি না জানতে দ্বিতীয়দফা নমুনা পরীক্ষা হয়নি। তবে বুধবার (২৬ জানুয়ারি) সকালে তাঁকে পাড়ার মোড়ে খাবারের হোটেলে দেখা গেছে।
করোনা পজিটিভ অবস্থায় বাইরে বের হওয়া নিয়ে জানতে চাইলে আসলাম হোসেন বলেন, ‘এই কয়দিন বাড়িতেই ছিলাম। এখন ভাল আছি। তাই আজই বের হয়েছি।’ শুধু আসলাম একা নন, রাজশাহীতে এখন যারা করোনা পজিটিভ হচ্ছেন তাদের অনেকেই বাইরে ঘুরে বেড়াচ্ছেন। কেউ কেউ শহর ছেড়ে গণপরিবহনে চড়ে যাচ্ছেন গ্রামের বাড়িতে। কেউ তাদের হোম আইসোলেশন নিশ্চিত করছে না।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের প্রথমবর্ষের ছাত্র মশিউল ইসলামের করোনা পজিটিভ হয়েছে ২২ জানুয়ারি। ২৪ জানুয়ারি তিনি রাজশাহী থেকে বাসে চড়ে চলে গেছেন গ্রামের বাড়ি। তার গ্রামের বাড়ি বগুড়া সদর উপজেলার নারুলি গ্রামে। মশিউল বলেন, ‘হল খোলা থাকলেও ক্যাম্পাস বন্ধ। তাই বাড়ি চলে এসেছি।’