বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিছুদিন থেকেছেন কালিম্পঙের গৌরীপুর হাউসে। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত সেই বাড়ি এখন দৃশ্যত অবহেলার শিকার।
গৌরীপুর হাউস বাংলোটি এক সময় মানুষে গমগম করত। সেই গৌরবের ইতিহাসের পাতায় জমেছে এখন বিস্মৃতির পুরু ধুলো।
পশ্চিমবঙ্গের উত্তরপ্রান্তের কালিম্পং শহর থেকে দক্ষিণ দিকে রিং কিং পিং রোড ধরে দুই-তিন কিলোমিটার পশ্চিমে গেলেই গৌরীপুর হাউস।
হ্যাঁ, কেউ কেউ হয়তো ঠিকই অনুমান করছেন (বিশেষ করে, ঘটনাস্থল পশ্চিমবঙ্গ বলে) এই গৌরীপুরের সঙ্গে পদ্মার এপারেরই গৌরীপুরের সংযোগ আছে, জনপ্রিয় উপন্যাসিক হুমায়ূন আহমেদ যে এলাকাটিকে ‘জাতীয় পরিচিতি’ দিয়ে গেছেন।
এক সময় এই গৌরীপুর হাউসের মালিক ছিলেন সেকালের পূর্ব বাংলা, আজকের বাংলাদেশের ময়মনসিংহ জেলার ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী।