পূর্ব ভারতের ঝাড়খণ্ডে লাইনে বিস্ফোরণ, ট্রেন চলাচলে বিঘ্ন

কালের কণ্ঠ প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২, ১১:০৭

পূর্ব ভারতের ঝাড়খণ্ডে রেললাইনে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু ট্রেনের রুট বদল করতে হয় । এটি মাওবাদীদের কাজ বলে প্রাথমিক তদন্তের ভিত্তিতে ধারণা করছে পুলিশ।  


বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ধানবাদ-গয়া ডিভিশনে বিস্ফোরণটি ঘটে।


ধানবাদ ডিভিশনের কারামাবাদ ও চিচাকি স্টেশনের মাঝামাঝি বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে রেললাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি।  


ঘটনাস্থল থেকে মাওবাদীদের পোস্টার পাওয়া গেছে। বড় নাশকতার আশঙ্কার কথা বলেছে পুলিশ কর্তৃপক্ষ।


নাশকতার শঙ্কা থাকায় গতি নিয়ন্ত্রণ করে ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে নেওয়া হচ্ছে বিশেষ সতর্কতা। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের কর্মকর্তা ও কর্মচারীরা। রেললাইন মেরামতের কাজ চলছে।


বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই ওই রুটে বহু ট্রেন বাতিল করা হয়। রাজধানীসহ অনেক ট্রেনের রুট পরিবর্তন করা হয়।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us