পদস্থ কর্মকর্তাদের ফোন হ্যাক করতো ইসরাইলী কোম্পানির স্পাইওয়্যার: হিউম্যান রাইটস ওয়াচ

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২, ০৪:২৭

ইসরায়েলি প্রযুক্তি কোম্পানির তৈরি পেগাসাস স্পাইওয়্যার দিয়ে ফোন হ্যাক করা হয়েছিল বলে জানিয়েছেন, হিউম্যান রাইটস ওয়াচের একজন সিনিয়র স্টাফ সদস্য। যুক্তরাষ্ট্র বলেছে, "ক্ষতি করার উদ্দেশ্যে" অধিকার কর্মী, সাংবাদিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ক্ষতিসাধনের ইচ্ছায় লক্ষ্যবস্তুতে পরিণত করতে স্পাইওয়্যারটি ব্যবহৃত হয়েছিল বলে এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল৷


হিউম্যান রাইটস ওয়াচ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র আগেই বলেছিল ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপ টেকনোলজিস-এর স্পাইওয়্যারটি, বিভিন্ন দেশের কর্তৃত্ববাদী সরকারগুলিকে মানবাধিকার লঙ্ঘন করতে সাহায্য করছে। যেটি সম্প্রতি, লেবাননে অবস্থিত তাদের অফিসের আঞ্চলিক পরিচালককে টার্গেট করতে ব্যবহার করা হয়েছিল।


পরিচালক লামা ফাকিহ সিরিয়া, ইসরায়েল, আফগানিস্তান, মিয়ানমার, ইথিওপিয়া এবং যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে সংস্থার সংকট প্রতিক্রিয়া তত্ত্বাবধান করেন। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে গত বছর লামার সেলফোনগুলি অন্তত পাঁচবার হ্যাক করা হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us