বিশেষজ্ঞরা বারবার বলছেন, করোনার সংক্রমণ রোধে মাস্ক সবচেয়ে বেশি কার্যকর ও গুরুত্বপূর্ণ। একটি সামান্য মাস্কই জীবন বাঁচানোর সহজ হাতিয়ার।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে করোনার সংক্রমণ আবার বাড়লেও একশ্রেণির মানুষের মধ্যে এখনো চেতনতাবোধ জাগছে না। বিভিন্নভাবে জনগণকে সচেতন হতে বলা হলেও অনেকেই ব্যাপারটিকে হালকাভাবে নিচ্ছেন।
তারা ধরেই নিয়েছেন, করোনা একটি সাধারণ ব্যাপার! তাই তাদের কোনোভাবেই সচেতনও করা যাচ্ছে না। তারা দিব্যি মাস্ক ছাড়াই চলাফেরা করছেন, স্বাস্থ্যবিধি মানার কোনো তোয়াক্কাই করছেন না। অথচ এসব মানুষের কারণে অন্যদের সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়ছে। আপনি হয়তো আপনার প্রয়োজনে বাজারে কিংবা জনসমাগম স্থানে গেলেন।