আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারতের পাঁচ রাজ্যের বিধানসভার নির্বাচন। এর মধ্যে রয়েছে অন্যতম বড় রাজ্য উত্তর প্রদেশ। উত্তর প্রদেশে নির্বাচনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলার কারণ, এটি ভারতের সবচেয়ে বড় রাজ্য এবং এ রাজ্যের প্রভাব সরাসরি পড়ে দেশটির কেন্দ্রীয় রাজনীতিতে। উত্তর প্রদেশে বর্তমান শাসক দল বিজেপি। কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন দলটি নির্বাচনে কেন ‘গো রক্ষা’ নিয়ে বিপদে পড়েছে, এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিবিসিতে। নিতিন শ্রীবাস্তবের প্রতিবেদনটি তুলে ধরা হলো।
গত বছরের নভেম্বরের এক হিমশীতল সন্ধ্যার কথা। উত্তর প্রদেশের বাসিন্দা রাম রাজ বাড়িতে বসে চা পান করছিলেন। আচমকা একটি গরু তাঁর ওপর হামলে পড়ে। এরপর কয়েক মিনিট ধরে ওই গরুটির শিংয়ের গুঁতায় ও পায়ের আঘাতে ক্ষতবিক্ষত রাম রাজ।