কানের খইল কী ও কীভাবে তৈরি হয়?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২, ১৪:৫৩

কানের খইল কালচে বাদামি রংয়ের ময়লা বিশেষ। যা প্রাকৃতিক উপায়ে কমবেশি সবার কানেই তৈরি হয়৷ আমাদের বর্হিকর্নে চামড়ার গ্রন্থি নিঃসৃত রসের সাথে চামড়ার ওপরের স্তর থেকে খসে যাওয়া কোষ সমূহ ও ধুলাবালির মিশ্রণেই খইল তৈরি হয়৷


সিরামিনাস গ্রন্থি পাতলা পানির মতো আর সিবাসিয়াস গ্রন্থি তৈলাক্ত জাতীয় পদার্থ তৈরি করে। আর এই দুই রসের অনুপাত হারে খইল শক্ত নরম হয়৷


কানের খইল আমাদের কিছু উপকারও করে- এর উপাদান গ্রন্থিরস কানে রোগজীবাণু জন্মাতে বা প্রবেশ করাকে প্রতিরোধ করে। প্রাকৃতিক উপায়ে কানে ধুলা ময়লা বা পোকা মাকড় প্রবেশ করতে দেয় না৷


তাই সাধারণভাবে সমস্যা না হলে ওয়াক্স পরিষ্কার করার দরকার নেই৷ কথা বলা, খাওয়া ইত্যাদি কাজে মুখের চোয়ালের নড়াচড়ায় হালকা খইল বাইরে চলে আসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us