আজ ২৬ জানুয়ারি ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস। ঢাকার ভারতীয় হাইকমিশনের চ্যান্সেরি প্রাঙ্গণে দেশটির ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়েছে। ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে দেওয়া ভারতের রাষ্ট্রপতির ভাষণ পাঠ করেন।