বাড়িতে গাঁজা চাষের অনুমতি দিতে যাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড। এ জন্য গাঁজাকে মাদকের তালিকা থেকে বাদ দেওয়া হবে। দেশটির মাদকদ্রব্য বোর্ড এ তথ্য জানিয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে থাইল্যান্ড ২০১৮ সালে গাঁজাকে চিকিৎসা ও গবেষণার জন্য বৈধতা দেয়। তবে বর্তমানের নিয়ম অনুযায়ী, দেশটির মানুষ বাড়িতেই গাঁজার চাষ করতে পরবেন। এ ক্ষেত্রে স্থানীয় সরকারকে আগে বিষয়টি জানাতে হবে।