পৃথিবীর ফুসফুস ২২ ভাগ নিঃশেষ মানুষের কত?

জাগো নিউজ ২৪ ড. মো. ফখরুল ইসলাম প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২, ০৯:৪২

পৃথিবীর ফুসফুসের ২২ ভাগ ক্ষয়ে গেছে। করোনায় নয়। ভয়ানক আগুনে ভস্মীভূত হয়ে। দাবানলের দাউ দাউ করা আগুন পৃথিবীর ফুসফুসরূপে খ্যাত আমাজনের ঘন জঙ্গল ও লম্বা গাছগুলো অঙ্গার হয়ে গেছে। আদিবাসী মানুষ গুলোর লতাপাতা দিয়ে তৈরি বসতবাড়িগুলো পুড়ে ছাই হয়ে গেছে। বার বার আগুন লাগছে এদিকে ওদিকে। বাংলাদেশের তুলনায় আয়তনে ৩৮গুণ বড় আমাজন বন। গত একবছরে আমাজনের ২২ ভাগ উজাড় হয়ে গেছে। এই বন নিধন হওয়া অঞ্চল ১৭টি নিউইয়র্ক শহরের সমান বড় বলে জানা গেছে। পৃথিবীতে যত অক্সিজেন আছে তার বিশভাগই যেহেতু উৎপাদিত হয় আমাজন বনের গাছপালা থেকে সেজন্য তাকে পৃথিবীর ফুসফুস বলে অভিহিত করা হয়ে থাকে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us